|| মো. সাখাওয়াত হোসেন ||
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন।
বক্তব্য রাখেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক এ. এস. এম শফিকুল ইসলাম তালুকদার, উপদেষ্টা মহোদয়ের পি এস সাদিকুল ইসলাম, দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক তৌহিদুল আনোয়ার, সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন মাহিন এবং ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারী।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মহিবুল্লাহ হিল বাকি।
এনএ/