শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

সম্মেলন শেষে ঢাবি ক্যাম্পাস পরিষ্কার করলেন তাবলিগের সাথীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার সোহরাওয়াদী উদ্যানে ইসলামী মহাসম্মেলন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা পরিষ্কার করে দিয়েছে তাবলিগের সাথীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সমাবেশ শেষে এই কার্যক্রম পরিচালনা করেছেন তারা।

এ কার্যক্রমে অংশ গ্রহণকারী শরিফুল ইসলাম জানান, সম্মেলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পড়ে থাকা পলিথিন, কাগজ, বোতলসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগে সাড়া দিয়ে অন্যান্য স্বেচ্ছাসেবীরাও আমাদের সাথে কাজ করেছেন।

এদিকে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সম্মেলনের জন্য বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা করলেও এই উদ্যোগের প্রশংসা করেছে তাদের অনেকেই।

আশরেফা খাতুন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার নিজের ফেসবুক প্রোফাইলে পরিষ্কার কার্যক্রমের ছবি শেয়ার করে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলীগের ছেলেরা নোংরা ক্যাম্পাস পরিষ্কারের কাজ করছে। দায় এড়িয়ে গেল না দেখে ভালো লাগলো। ক্যাম্পাস থেকে সমাবেশের লোকজন চলে যাওয়ার পরপরই কাজ শুরু করেছে।

শাকিল নামের একজন লিখেছেন, সুন্দর চিন্তা ও কর্ম! আপনার সুন্দর কর্মই ইসলামের দিকে দাওয়াহ হতে পারে। আচরণ এবং কাজ সুন্দর করা মানে আপনার ও ইসলামের গ্রহণযোগ্যতা তৈরি করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত ‘দ্য বিউটি অব ডিইউ ক্যাম্পস’ নামক একটি ফেইসবুক পেইজ থেকে পরিষ্কার পরিচ্ছনতার ছবি পোস্ট করা হয়েছে। এই ছবির ক্যাপশনে বলেছে, সেন্ট্রাল লাইব্রেরি, টি.এস.সি., কলা ভবন, কার্জনহল ও এর আসে পাশের এলাকা পরিষ্কার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথীরা।

এই পেইজের পোস্টটিই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিজস্ব টাইমলাইনে শেয়ার করে স্বেচ্ছাসেবীদের প্রশংসা করছেন।

এর আগে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন শুরু হয়। এতে যোগ দিতে রাত থেকে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। ‌‘দাওয়াত ও তাবলিগ, কওমি মাদ্রাসা  এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ এ সম্মেলন করা হচ্ছে। সমাবেশ শুরু হলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ