দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলিগের মেহনত, কওমি মাদরাসাগুলোর হেফাজত ও দ্বীনি জিম্মাদারী আরো সুচারুরূপে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে আগামী ৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী মহাসম্মেলন।
এ সম্মেলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ’র সভাপতি ও বগুড়ার জামিল মাদরাসার মুহতামিম মুফতি আরশাদ রাহমানী।
আজ রবিবার (৩ নভেম্বর) বোর্ডটির দফতর সম্পাদক মুহা. আহসান হাবীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের অন্তর্ভূক্ত মাদারিসের দায়িত্বশীল, শিক্ষক-ছাত্রদের আগামী ৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসম্মেলনে যথাসম্ভব উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।
এনএ/