‘খতমে নবুওয়তের আকিদা প্রত্যেক মুমিন, মুসলমানের ঈমানের অপরিহার্য অংশ। এ আকিদার ব্যাপারে সামান্যতম ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বিন্দুমাত্র সন্দেহ পোষণ করারও অবকাশ নেই। করলে তার ঈমান থাকবে না। পূর্বাপর সকল মত-পথ, মাযহাবের ইমামগণ এ ব্যাপারে একমত।
ইসলাম এবং আইনের দৃষ্টিতে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম এবং কাফের। তাই অনতিবিলম্বে কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।’
আজ (বুধবার) (৩০ অক্টোবর) তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ— আয়োজিত মধুপুরের এক মহাসম্মেলনে এসব কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
তিনি বলেন, ‘আখেরী নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে প্রত্যেক মুসলমানের জন্য আমৃত্যু খতমে নবুওয়তের আকিদা ও বিশ্বাস নিজের মাঝে লালন ও ধারণ করা ইসলামের অত্যাবশ্যকীয় বিধান।জীবনের সর্বক্ষেত্রে ‘আকিদায়ে খতমে নবুওয়ত'র বিশ্বাস ধারণ করা, শক্ত ও মজবুত হাতে তা রক্ষার কাজ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত প্রত্যাশী প্রত্যেক মুমিন মুসলমানের অপরিহার্য্য কর্তব্য।’
এই কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম হয়েও ‘আহমদিয়া মুসলিম জামাত’ নাম ধারণ করে বাংলাদেশের সরল-সহজ মুসলমানদের ঈমান ধ্বংস করছে।’
তিনি আরও বলেন, এদেশের উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় তাওহীদি জনতা বহু আগ থেকেই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছেন। ন্যায় সংগত এ দাবি মেনে বিশ্বের প্রায় ৪২টি দেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আজ থেকে প্রায় চার দশক পূর্বে ইরাকে অনুষ্ঠিত ওয়াইসি'র সম্মেলন থেকেও সম্মিলিতভাবে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয়েছিল।বাংলাদেশ রাষ্ট্র-ও সেই ঘোষণা পত্রে সাক্ষর করেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে গত চার দশকে ক্ষমতার নানা পালাবদল হলেও কোনো সরকারই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিধান বাস্তবায়ন করেনি। এখনও বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে তাদের কার্যক্রম প্রকাশ্যে চলছে। যা কখনোই বরদাস্ত করা যায় না।
এসময় সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি ২০২৪ সালের নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, অতিসত্বর আহমাদিয়া মুসলিম নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করুন। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
হাআমা/