শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


জুমার খুতবায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান খতিবদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নুর আলম সিদ্দিকী ||

টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৯ নদীর পানি।

এমন অবস্থায় বানভাসি ও বন্যাকবলিত মানুষদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন  সারাদেশের মসজিদের খতিবরা। এক্ষেত্রে অনেক মসজিদে কমিটির পক্ষ থেকেও ত্রাণ সহায়তা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২৩ আগস্ট) রাজধানী ঢাকার অধিকাংশ মসজিদগুলোতেই খতিবরা জুমার নামাজের আগের খুতবায় বর্তমান পরিস্থিতি ও বন্যার্তদের ভয়াবহ কষ্টের কথা তুলে ধরেন। তুলে ধরেন জন-মানুষের চরম দুর্ভোগের কথাও। নামাজের পর জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের এই বিপদ থেকে পরিত্রাণ চেয়ে আল্লাহর কাছে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। এ সময় অনেক মুসল্লিরাই কান্নায় ভেঙে পড়েন। আমিন আমিন শব্দে মুকরিত হয়ে ওঠে চারিদিক।

এছাড়া রাজধানীর ন্যায় সারাদেশের মসজিদগুলোতে খতিবরা এই বিপদগ্রস্থ মানুষের জন্য দোয়া করে তাদের পাশে দাড়ানোর আহবান জানান।

এমন আহবানে সাড়া দিয়ে অনেক মুসল্লিই নামাজ শেষে কর্তৃপক্ষের কাছে টাকা পৌঁছে দিয়েছেন।

অপরদিকে, বন্যাদুর্গতদের উদ্ধার ও সহায়তায় ৫০০ টন ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ