দেশের প্রধান এখন প্রেসিডেন্ট বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, দেশের প্রধান এখন প্রেসিডেন্ট, তাকে সহযোগিতা করবে সেনাবাহিনী। সোমবার রাতে বঙ্গভবন থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সংসদ এখনো ভেঙে দেওয়া হয়নি। আজ (সোমবার) রাতে প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন। সেখানে সংসদ ভেঙে দেওয়াসহ সার্বিক বিষয়ে কথা বলবেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্রজনতার ঢল নামে। এ উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করেন শেখ হাসিনা। দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। এমন খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনসাধারণ
এন এ /