রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬


কাল সারাদেশে ২৯৪টি কেন্দ্রে শুরু হচ্ছে দাওয়ায়ে হাদিসের পরীক্ষা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের কওমি মাদরাসার মাস্টার্স সমমান দাওরায়ে হাদিস পরীক্ষা। সারাদেশে ২৯৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কওমি মাদরাসাসমূহের সর্বোচ্চ অথরিটি  ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে এ পরীক্ষা  চলবে ৩ মার্চ রবিবার পর্যন্ত।

৬ টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে মোট ৩১ হাজার ৯ শত ৯৯ জন শিক্ষার্থী।

হাইয়াতুল উলইয়ার অধীনে ৬টি শিক্ষা বোর্ড হল- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড।

পরীক্ষানিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত প্রকাশিত রুটিন থেকে রুটিন থেকে জানা যায়, ‘ প্রতিদিন সকাল ৯.০০ (নয়টা) হতে ১২.৩০ (সাড়ে বারোটা) এবং শুক্রবার সকাল ৮ টা হতে ১১.৩০ টা (৩.৩০ ঘণ্টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের অফিস ব্যবস্থাপক  মু: অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল ১১ শা'বান ১৪৪৫ হিজরী, ২২ ফেব্রুয়ারি ২০২৪ ঈসাব্দ, বৃহস্পতিবার থেকে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশে দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা কেন্দ্র ২৯৪টি। পরীক্ষার্থী সর্বমোট ৩১৯৯৯; ছাত্র ১৭১৪৫, ছাত্রী ১৪৮৫৪’। 

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান উলামায়ে কেরাম, তালাবায়ে এজাম ও দেশবাসী সকল মুসলিম ভাই-বোনদের নিকট বিশেষভাবে দুআর আবেদন করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ