মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ।। ৬ কার্তিক ১৪৩১ ।। ১৯ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :

ট্রান্সজেন্ডার বিষয়ে প্রচার পত্র প্রকাশ করবে জাতীয় ফতোয়া বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

||নুর আলম||

অভিশপ্ত ট্রান্সজেন্ডার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচার পত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে জাতীয় ফতোয়া বোর্ড।

আজ শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে জাতীয় ফতোয়া বোর্ডের এক জরুরি বৈঠকে বেফাক ও হাইআর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

উপস্থিত ছিলেন- মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মুফতি মোহাম্মাদ আলী, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুফতি জসিমুদ্দীন, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া, মাওলানা মুফতি মুজিবুর রহমান (সিলেট), মাওলানা মুফতি মীজানুর রহমান সাঈদ মাওলানা মুফতি আব্দুস সালাম (ফরিদাবাদ), মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ (হাটহাজারী),  মাওলানা মুফতি আব্দুল মালেক প্রমূখ।

বৈঠকে ট্রান্সজেন্ডার বিষয়ে লিখিত ফতোয়া পাঠ করেন জাতীয় ফতোয়া বোর্ডের সদস্য সচিব মাওলানা মুফতি আব্দুল মালেক। 

জানাযায়, এই লিখিত ফতোয়ার আলোকে সারসংক্ষেপে একটি রিসালা প্রকাশ করা হবে। যা আলেম-ওলামা, মসজিদের ইমাম-খতিব এবং ওয়ায়েজদের এ বিষয়ে আলোচনা করতে সহায়ক হবে।

রিসালা বাস্তবায়নের জন্য মাওলানা আব্দুল মালেককে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট  একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
পাঁচ সদস্য হলেন- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, শাঈখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, ফরিদাবাদ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সালাম, হাটহাজারী মাদরাসার ফতোয়া বিভাগের প্রধান মুফতি কেফায়াতুল্লাহ প্রমুখ।

বৈঠক সূত্রে আরো জানাযায়, জাতীয় ফতোয়া বোর্ডের একটি প্রতিনিধিদল সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ