নির্বাচন কমিশন (ইসি) আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের জন্য সংশোধিত নীতিমালা জারি করেছে। সংশোধিত এ নীতিমালায় বলা হয়, কোনো বিদেশি নাগরিক বা সংস্থা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে তাদের সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তিপ্রতিষ্ঠা ও মানবাধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মঙ্গলবার ইসি এই নীতিমালা জারি করে। যা পরবর্তীতে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে নির্বাচন কমিশন। উক্ত নীতিমালায় আরও বলা হয়, পর্যবেক্ষণে নাগরিক বা সংস্থাকে সংশ্লিষ্ট দেশে যথাযথ কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত হতে হবে।
এ ছাড়া সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রমাণ পেলে প্রিসাইডিং কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তাকে কোনো সংসদীয় আসন থেকে পর্যবেক্ষকদের বহিষ্কারের ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে সংশোধিত নীতিমালায় নির্বাচন পর্যবেক্ষণে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিংবা উপকরণ শুল্কমুক্ত আনার সুযোগ রাখা হয়েছে। এছাড়া পর্যবেক্ষকদের যোগ্যতা, করণীয়, ভিসা প্রক্রিয়া সুনির্দিষ্ট করা হয়েছে।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ৬৬টি দেশীয় সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিয়েছে ইসি। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে আরও ১৫০ টির বেশি দেশি বেসরকারি সংস্থা ইসিতে আবেদন করেছে। ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সম্প্রতি জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
এম আই/