|| নুর আলম সিদ্দিকী ||
চট্রগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা আবু আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার শিক্ষক ও ‘মাসিক মুঈনুল ইসলাম’ এর নির্বাহী সম্পাদক মুনির আহমদ।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মরহুমের জানাযা এশার নামাজের পর হাটহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এনএ/