বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ।। ৩১ আশ্বিন ১৪৩১ ।। ১৩ রবিউস সানি ১৪৪৬


ভারতের শক্তিমান লেখক নাদিম আল-ওয়াজিদি আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা নাদিম আল ওয়াজিদি

|| আবুল ফাতাহ কাসেমি ||

ভারতের প্রখ্যাত লেখক ও প্রকাশনি প্রতিষ্ঠান দারুল কিতাবের স্বত্বাধিকারী মাওলানা নাদিম আল ওয়াজিদি (৭০) আমেরিকার একটি হাসপাতালে গতকাল রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক ফেইসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে বিখ্যাত দাঈ মাওলানা ইয়াসির নাদিম।

জানা যায়, মাওলানা নাদিম আল-ওয়াজিদি চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছিলেন। সেখানেই তিনি ইন্তেকাল করেছেন।

মাওলানা নাদিম আল-ওয়াজিদি- ছিলেন দেওবন্দের প্রসিদ্ধ কুতুব খানা “দারুল কিতাব” এর স্বত্বাধিকারী। উর্দু ভাষার শক্তিমান লেখক। ভারতের দৈনিক ইনকিলাব ও রোজনামা বোম্বাই এর নিয়মিত কলাম লেখক। বহু দীনি কিতাবের লেখক ও অনুবাদক। দারুল উলুম দেওবন্দের মায়ায়ে নাজ ফাজিল। দেওবন্দ থেকে প্রকাশিত মাসিক তরজুমানে দেওবন্দ পত্রিকার সম্পাদক।

এ লেখক ১৯৫৪ সালের ২৩ জুলাই জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা হজরত মাওলানা ওয়াজিদ হুসাইন সাহেব- রাহিমাহুল্লাহ ছিলেন জামেয়া তালিমুদ্দীন ডাবেল'র শাইখুল হাদিস। তাঁর ছেলে ড. ইয়াসির নাদিম আল-ওয়াজিদি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তিনি শক্তিমান একজন ধর্মতত্ত্ববিদ ও মুনাজির।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ