বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৬ ফাল্গুন ১৪৩১ ।। ২০ শাবান ১৪৪৬

শিরোনাম :
মারা যাওয়া তাকরিম বিশ্বজয়ী হাফেজ নন, গুজব না ছড়াতে অনুরোধ হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল এটিএম আজহারুলের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে : ডা. শফিকুর রহমান সমকামিতার মত জঘন্য বিষয়ের স্বাভাবিকীকরণ মেনে নেয়া হবে না : হাবিবুল্লাহ মিয়াজী সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে নির্বাচন হলে জনগণ মেনে নেবে না : এটিএম মাসুম সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের প্রতিযোগিতা পুরস্কার  বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কুয়েটে দুই গ্রুপের সংঘর্ষ, ২ প্লাটুন বিজিবি মোতায়েন ভারতের সঙ্গে অন্যায্য চুক্তি বাতিল করতে হবে: তারেক রহমান পাসপোর্টে বাতিল হলো পুলিশ ভেরিফিকেশন কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

কাবার ইমাম থেকে সম্মাননা সনদ পেলেন মুফতী আহমদ ইসলামাবাদী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, সাপ্তাহিক তাকবীর পত্রিকার সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আহমদ ইসলামাবাদী ১৪৪৬ হিজরী মোতাবেক ১৩ শাবান, ১২ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি বুধবার পবিত্র মক্কার মসজিদুল হারাম শরিফের বিশ্ববরেণ্য শায়খদের নিকট পবিত্র কুরআন মাজিদের পূর্ণাঙ্গ হিফজ শুনানোর পর স্বীকৃতিস্বরুপ মসজিদুল হারাম শরিফ কর্তৃক 'শাহাদাহ' সনদ পেয়েছেন।

তাঁকে এ সম্মাননা সনদ তুলে দেন পবিত্র মক্কার বর্তমান মসজিদুল হারাম শরিফের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. বাদার আত তুর্কি ও মসজিদুল হারাম শরিফের হালাকায়ে কুরআনের প্রবীণ সম্মানিত উস্তাদ শায়খ ইয়াহয়া। 

এরপূর্বে তিনি রাজধানীর মারকাজুশ শায়খ আরশাদ আল মাদানী মানিকনগর ঢাকার উচ্চতর ইসলামী আইন ও গবেষণা বিভাগে আল আশবাহ ওয়ান নাজায়ের ও কাওয়াদুল ফিকহের দারস প্রদান করেন। এছাড়া ঢাকা জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগে ও চট্টগ্রাম সুয়াবিল তালিমুল ইসলাম বালক বালিকা মাদ্রাসায় ইলমে হাদীস, ইলমে ফিকহ, ইলমে নাহু সরফের বিভিন্ন কিতাবাদির দারস প্রদান করেন।

১৯৯৬ সালের চট্টগ্রাম জেলার নাজিরহাট পৌরসভাধীন পূর্ব সুয়াবিল ভাঙ্গাদিঘীরপাড় এলাকায় জন্মগ্রহণ করেন হাফেজ আহমদ। তিনি হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) ও ঢাকা জামেয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ ২০২১-২২ সনে ইফতা সম্পন্ন করেন। এছাড়াও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে দাখিল, আলিম ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে ফাযিল (ডিগ্রি) ও কামিল মাস্টার্স সম্পন্ন করেছেন। 

তাঁর পিতা মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, প্রখ্যাত ইসলামী লেখক ও গবেষক। তাঁর সফলতার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ