শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| সালেহ আহমেদ ||

বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার উদ্যোগে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বার্মিংহামের একটি কনফারেন্স হলে এ মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতি মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা শায়খ ইকবাল হোসাইন, সহ সভাপতি হাফিজ মাওলানা শায়খ ছালেহ আহমদ।

দাওয়াতি মাহফিল যৌথ ভাবে উপস্থাপনা করেন মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন ও বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন।

বক্তব্য রাখেন বার্মিংহাম শাখার সহ-সভাপতি মাওলানা এনামুল হক খান, মিডল্যান্ড শাখার সহ সভাপতি মাওলানা এনামুল হক, বার্মিংহাম শাখার সহ সাধারণ আলহাজ্ব শায়খুল ইসলাম জাকারিয়া, মিডল্যান্ড শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন।

উপস্থিত ছিলেন বার্মিংহাম শাখার সহ-সভাপতি হাফিজ মনসুর আহমদ রাজা, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আশরাফ আলী, হাফিজ মাওলানা মুহসিন হাক্কানী প্রমূখ।

দাওয়াতি মাহফিলে বেশ কয়জন দ্বীনি ভাই বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একমত পোষণ করে সংগঠনে যোগদান করেন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ