শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মালয়েশিয়ার তেরেঙ্গানুতে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী আটক

মালয়েশিয়ার তেরেঙ্গানুতে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগ (ইমিগ্রেশন) সূত্রে জানা গেছে, সোমবার ২৯ জুলাই, কুয়ালা তেরেঙ্গানু জেলার হুলু তেরেঙ্গানুতে নির্মাণাধীন ১০ জন বাসিন্দার বাড়িতে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।

স্টেট ডেপুটি ডিরেক্টর অব ইমিগ্রেশন (নিয়ন্ত্রণ), মাত আমিন হাসান বুধবার এক বিবৃতিতে বলেছেন, সোমবার সকাল ৯টার দিকে অভিযানে ১৮ থেকে ৪৫ বছর বয়সী ইন্দোনেশিয়ান, বাংলাদেশি এবং মিয়ানমারের নাগরিকসহ মোট ৫৬ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

তিনি বলেন, অভিযানের সময় বিদেশিরা সবাই গ্রামবাসীদের বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিল। অভিযানে গ্রেপ্তার ৫৬ জন বিদেশির মধ্যে মোট ১৯ জন অবৈধ অভিবাসী বৈধ ভ্রমণ নথি ছাড়া এবং পাসপোর্টের অপব্যবহার করেছে। এবং সময়সীমার বাইরে অবস্থান করছেন বলে কাগজপত্র পরীক্ষার সময় তা প্রমাণিত হয়েছে।

অভিযানের সময়, কিছু বিদেশি পালানোর চেষ্টা করেছিল কিন্তু এনফোর্সমেন্ট অফিসাররা নির্মাণ সাইটটি ঘিরে রাখায় অভিবাসীরা পালাতে ব্যর্থ হয়।

মাত আমিন বলেন, গ্রেপ্তাকরা ১৯ অবৈধ অভিবাসীকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩ এবং ১৯৬৩ রেগুলেশন অনুযায়ী আরো তদন্তের জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

স্টেট ইমিগ্রেশন স্থানীয় বাসিন্দাদের বলেছে যারা বিদেশিদের ব্যবহার করার পরিকল্পনা করছে তাদের বৈধ ভ্রমণ নথি আছে কিনা তা নিশ্চিত করতে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ