মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ।। ৪ চৈত্র ১৪৩১ ।। ১৮ রমজান ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে আগ্রহী কাতার : রাষ্ট্রদূত বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি : ধর্ম উপদেষ্টা দ্বিতীয় দিনের মতো মাদানী মজলিস বাংলাদেশ-এর ইফতার বিতরণ আওরঙ্গজেবের সমাধিতে হাত দিলে ভারত ভেঙ্গে খানখান হয়ে যাবে: জুনায়েদ আল হাবিব বদরের চেতনা রক্ষায় মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় হামলা, জামায়াতে ইসলামীর গভীর উদ্বেগ এবার ঈদে দেশের নাগরিকরা পাচ্ছেন দীর্ঘ ছুটির সুযোগ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে তরুণদের ৯ সুপারিশ ১৫ দিনের মধ্যে দুই ‘ছাত্র উপদেষ্টার’ পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের সাবেক এমপির ঘনিষ্ঠদের দখলে হাতিয়ার তমরদ্দি ঘাট

ক্যানসারের যন্ত্রণা ভুলে ওমরায় অভিনেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। এই লড়াই সহজ নয়। চলছে কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপে হিনা খান। তবুও অদম্য মনের জোর। মানসিক শক্তি এতটুকু টলেনি তাঁর। তাই এই অসুস্থ শরীরেও মক্কায় অভিনেত্রী। পবিত্র রমজান মাসে উমরা করার ছবি শেয়ার করলেন। তাঁর মনের জোরকে কুর্নিশ নেটিজেনদের।

ইনস্টাগ্রামে কমপক্ষে ২০টি ছবি শেয়ার করেছেন হিনা খান। অ্যালবামে লেখেন, ‘আলহামিদুল্লা, উমরা ২০২৫। আল্লা ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাকরুদ্ধ। আল্লাহ।’ ওই অ্যালবামেই ছিল একটি মিরর সেলফিও। হিনা ওই ছবির ক্যাপশনে লেখেন, ‘উমরার জন্য সব প্রস্তুতি সারা।’ চুলের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। আবার একটি ছবি শেয়ার করে হিনা লেখেন, ‘শান্তি।’

ছোটপর্দায় ‘ইয়ে রিসতা ক্যায়া কেহেলতে হ্যায়’ দিয়ে যাত্রা শুরু হিনা। নিজের অভিনয় দক্ষতায় অনুরাগীদের ড্রয়িংরুমে পৌঁছে যান। তারপর ‘খাতরো কে খিলাড়ি সিজন ৮’ এবং ‘বিগ বস ১১’-এ যোগ দেন হিনা। কেরিয়ারের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখীই ছিল তাঁর। আচমকা গত বছরের জুনে সকলকে দুঃসংবাদ দেন অভিনেত্রী। গুঞ্জনে সিলমোহর দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। তৃতীয় পর্যায় চলছে। তবে তিনি যে মানসিকভাবে যথেষ্ট শক্ত রয়েছেন, তা-ও পোস্টে উল্লেখ করেন। তারপর থেকে বারবার শারীরিক পরিস্থিতি আপডেট নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। শারীরিক অসুস্থতা কাবু করতে পারেনি হিনাকে। অদম্য মনের জোরই যেন ইউএসপি তাঁর। একাধিকবার ক্যানসারাক্রান্ত হিনা বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তা সে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক কিংবা ব়্যাম্প শো। অদম্য মনের জোর দেখে অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ