ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিসেনা, শায়খুল ইসলাম হজরত মাওলানা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. ও ফেদায়ে মিল্লাত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী রহ. লিখিত চিঠিপত্র, রচনাবলী এবং মাদানী পরিবার/খানকাহ সংশ্লিষ্ট খলিফা, ছাত্র-শুভাকাঙ্ক্ষীদের বাংলা ভাষায় লেখালেখি নিয়ে 'বই প্রদশর্নী ও বিক্রি'র আয়োজন করেছে প্রকাশনী সংস্থা হকপ্রকাশ।
'খানকায়ে মাহমুদ মাদানী'র সহযোগিতায় মুফতি মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে এ প্রদর্শনী রাজধানীর আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স প্রাঙ্গণে আগামীকাল সোমবার (৩ মার্চ) শুরু হবে। চলবে ৬ মার্চ ২০২৫ পর্যন্ত।
আওয়ার ইসলামকে এ বিষয়ে হকপ্রকাশের সত্ত্বাধিকারি এহসান সিরাজ জানান, কায়েদে মিল্লাত, আওলাদে রাসুল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানি দা. বা. নফল ইতিকাফের উদ্দেশ্য আজ ঢাকার আফতাবনগরস্থ 'আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম-এ এসেছেন। এখানে তিনি ২-৬ মার্চ (১-৫ রমজান) পর্যন্ত নফল ইতিকাফে অবস্থান করবেন। এ উপলক্ষে মূলত এ বিশেষ আয়োজন।
তিনি বলেন, উক্ত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রে মাদানী পরিবার সংশ্লিষ্ট খলিফা, ছাত্র এবং মুরিদদের লিখিত/অনূদিত বই প্রদর্শনী কিংবা বিক্রির জন্য যে কেউ বই দিতে পারেন। প্রেরিত বই যত্নের সঙ্গে সংরক্ষণ করা এবং বিক্রিত বইয়ের টাকা যথাযথ হিসেবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
প্রদর্শনীর জন্য শাইখুল ইসলাম এবং ফেদায়ে মিল্লাত রহ.কে নিয়ে বাংলা ভাষায় লিখিত নতুন-পুরাতন বইয়ের নাম ও তালিকা দিয়েও যে কেউ এগিয়ে আসতে পারবেন বলেও জানান এহসান সিরাজ।
এসময় তিনি বলেন, প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
প্রয়োজনে যোগাযোগ : 01911300170 (হকপ্রকাশের পক্ষে এহসান সিরাজ)
হাআমা/