রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


শেরে বাংলা একে ফজলুল হক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরে বাংলা একে ফজলুল হক সম্মাননা-২০২৩ পেলেন লেখক, সম্পাদক ও সংগঠক কবি মুনীরুল ইসলাম। একজন সফল সংগঠক হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘উদীয়মান বাংলাদেশ’-এর একটি অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, ভিসি, বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন

আলেম, লেখক ও কবি মুনীরুল ইসলাম একজন জাত লেখক। এ পর্যন্ত সাহিত্যের বিভিন্ন বিষয়ে তাঁর ৮০টির মতো গ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি আলেম লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পর্যায়ক্রমে সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি সম্পাদনা কেন্দ্রের পরিচালক এবং সাহিত্য সাময়িকী লেখকপত্রের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও ২০০৩ সালে ঢাকায় আসার আগে সরকার অনুমোদিত সেবামূলক সংগঠন ‘আল-এহসান পরিষদ কুমিল্লা’-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন। এর আগেও তিনি লেখালেখি ও সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য অনেক সম্মাননা পদক ও পুরস্কার লাভ করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ