শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ।। ১৬ কার্তিক ১৪৩১ ।। ২৯ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
বইমেলায় ইসলামি লেখক ফোরামের প্রাণবন্ত আয়োজন, মুগ্ধতা নিয়ে ফিরেছেন শ্রোতারা বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে জাতীয়তাবাদী ছাত্রদলের অভিনন্দন মুজিববাদের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ‘আমা’দের ঐক্য’বদ্ধ আও’য়া’জের বরকতে ফে’ত’না থেকে রক্ষা পাবে উম্ম’তে মুস’লিমা’ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার সিদ্ধান্ত নিবেন না: বায়তুল মোকাররমের খতিব তরুণ প্রজন্মই বাংলাদেশের সর্বক্ষেত্রে নেতৃত্ব দেবে : নাহিদ ইসলাম লেখকপত্রের ২২তম সংখ্যা বাজারে বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে ছাদখোলা বাসে রাজকীয় সংবর্ধনা ‘আমাদের নির্বাচনে অংশ নেয়া স্বতঃস্ফূর্ত ছিল না’ প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবারকে সহযোগিতা করা হবে : সারজিস

লেখকপত্রের ২২তম সংখ্যা বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের অক্টোবর-ডিসেম্বর ২০২৪ সংখ্যাটি এখন বাজারে। এ নিয়ে পত্রিকাটির ২২টি সংখ্যা প্রকাশিত হলো।

চলতি সংখ্যায় আত্মজৈবনিক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ভাষা সৈনিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যক্ষ মাসউদ খানের। সম্প্রতি চলে যাওয়া ভাষা সৈনিক ও প্রখ্যাত সাংবাদিক-লেখক অধ্যাপক আবদুল গফুরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন শরীফ মুহাম্মদ। রয়েছে হুমায়ূন আহমেদের লেখালেখি নিয়ে আত্মজৈবনিক সাক্ষাৎকারের নির্বাচিত সংকলন।

‘সরকার চালাচ্ছেন লেখকরা’ শিরোনামে অন্তর্বর্তী সরকারের লেখকদের পরিচয় তুলে ধরেছেন সাইমুম রিদা। জুলাই বিপ্লব নিয়ে ‘দ্রোহ-বিপ্লবে লেখক: স্তাবক ও সাহসের বয়ান’ শিরোনামে রয়েছে নোমান বিন আরমানের বিশেষ লেখা। ‘অনন্য এক ভাষাতাত্ত্বিক ও সাহিত্যিক’ শিরোনামে ড. কাজী দীন মুহম্মদকে নিয়েছে শাহানারা স্বপ্নার লেখা।

নজরুলের কবিতায় স্বাধীনতা ও স্বদেশপ্রেমের কথা তুলে ধরেছেন মুনীরুল ইসলাম। লেখক হওয়ার গল্প বলেছেন ড. শহীদুল্লাহ আনসারী।

প্রকাশকের সাক্ষাৎকারে সূচিবদ্ধ হয়েছেন নাদিয়াতুল কুরআন প্রকাশনীর স্বত্বাধিকারী মাওলানা মাহমুদুল হাসান। তারুণ্য ভাবনায় প্রকাশিত হয়েছে রেজাউল কারীম আবরারের সাক্ষাৎকার। উর্দু সাহিত্যের চলে যাওয়া শক্তিমান লেখক মাওলানা নাদিম আল ওয়াজিদিকে নিয়ে লিখেছেন আবুল ফাতাহ কাসেমী। প্রথম বই প্রকাশের গল্প বলেছেন মালেক মাহমুদ।

‘নতুন বাংলাদেশে লেখালেখি ও জনপ্রত্যাশা’ শিরোনামে তারুণ্য বিভাগে স্থান পেয়েছে বেশ কয়েকজন তরুণের লেখা। নতুন বাংলাদেশে নতুন অবয়বে ইসলামি বইমেলার কথা জানিয়েছেন শামসুদ্দীন সাদী। এছাড়া ছড়া-কবিতা, বই আলোচনা, তরুণ লেখকদের অনুভূতিসহ নিয়মিত বিভাগগুলো তো রয়েছেই। 

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শুরু হওয়া লেখকপত্রের সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আলেম লেখক ও ছড়াকার মুনীরুল ইসলাম। এছাড়া একঝাঁক তরুণ সাময়িকীটির সঙ্গে জড়িত। ইতোমধ্যে সাময়িকীটি সব মহলে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

লেখকপত্র সংগ্রহ করা যাবে- বায়তুল মোকাররমের পূর্ব গেইটে চলমান ইসলামি বইমেলার ২৬ নম্বর স্টল প্রয়াস প্রকাশনী এবং বায়তুল মোকারম বই মাকের্টের হাবিবিয়া বুক ডিপো থেকে। এছাড়া বাংলাবাজারের দারুল উলুম লাইব্রেরী এবং যাত্রাবাড়ীর মোল্লার বই ডটকমেও পাওয়া যাবে। কমপক্ষে ১০ কপির এজেন্ট হওয়ার সুযোগ রয়েছে। সার্কুলেশন বিষয়ে যোগাযোগ করতে পারেন ০১৯১৮৭০৬০৩৫ নাম্বারে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ