আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁকে ইসলামী রেনেসাঁর কবি বলা হয়। তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। এবং ১৯৭৪ সালের ১৯ অক্টোবর সন্ধাবেলায় ঢাকায় ইন্তেকাল করেন ফররুখ আহমদ। তাঁকে নিবেদিত বিশেষ কবিতা। লিখেছেন- কবি হাসান আল মাহমুদ
দেখি নাই তবে তাঁকে
চিনি
আমাদের প্রিয় কবি
তিনি।
কাশবনে ঘাসবনে
বৃষ্টির ফোঁটা ঝরে
আনচান দোলাচালে
খুব তাঁকে মনে পড়ে।
চেতনার বোধে ভরা
সিন্দাবাদ
প্রিয় কবি ফররুখ
জিন্দাবাদ।
লেখাটি মরহুম কবি মহিউদ্দিন আকবর (রহ.) সম্পাদিত ‘কবি ফররুখ আহমদকে নিবেদিত পঙক্তিমালা’ প্রকাশিত গ্রন্থ থেকে।
হাআমা/