কুমিল্লা জেলার তিতাস থানায় অবস্থিত দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় জরুরি ভিত্তিতে অভিজ্ঞ নূরানী শিক্ষক নিয়োগ দেয়া হবে।
প্রার্থীকে অবশ্যই নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত, সুন্দর হস্তলিপি ও মেহনতী হতে হবে। এবং নূরানী শিক্ষকতার ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
হাফেজ মাওলানা তাবলীগের সালের সাথী ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোন পীর মাশায়েখের সুহবত প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: মাসিক বেতন ও সুযোগসুবিধা আলোচনা সাপেক্ষে। থাকা খাওয়া মাদরাসা বহন করবে।
আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা ছবি, চেয়ারম্যানি সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও আইডি কার্ডের ফটোকপি জীবন বৃত্তান্তসহ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখের মধ্যে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
যোগাযোগ: দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা। হাইধনকান্দি, ইসলামাবাদ, তিতাস, কুমিল্লা।
মোবাইল: 01837-419318, 01711-650673।