শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ।। ১৬ কার্তিক ১৪৩১ ।। ২৯ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
নিউইয়র্কে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের নতুন শাখা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে আলেমসমাজসহ সবাইকে এগিয়ে আসতে হবে: মাওলানা আফেন্দী হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনার কোন ক্ষমা নেই: মির্জা ফখরুল ‘নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে’ ৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি বিএনপির 'কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করলে সরকারকে চিরদিন মনে রাখবে জনগণ' বড়কাটারা মাদরাসার প্রবীণ উস্তাদ মাওলানা আবু সাঈদ মোহাম্মদ শফী’র ইন্তেকাল সম্মানজনক বেতনে নামাজী হিসাবরক্ষক নিচ্ছে চায়না হাউস বিডি

হাফেজ-আলেম নিচ্ছে তাসমিয়া কসমেটিকস এন্ড টয়লেট্রিজ লি: কোম্পানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ISO সনদপ্রাপ্ত দেশের সুনামধন্য কসমেটিকস ও টয়লেট্রিজ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিকস এন্ড টয়লেট্রিজ লি: কোম্পানীতে নিম্নে বর্ণিত পদে ৫ জন সৎ, আমানতদার, কর্মঠ ব্যক্তি নিয়োগ প্রদান করা হবে। আপনি যদি এই পদে নিজেকে উপযুক্ত মনে করেন, আপনার প্রয়োজনীয় কাগজ পত্র (সিভি, এনআইডি, সার্টিফিকেট) নিম্ন বর্ণিত ই- মেইলে প্রেরণ করুন । অথবা নিম্নোক্ত নাম্বারে প্রেরণ করুন (শুধুমাত্র হোয়াটস এ্যাপ)

hammadtct@gmail.com

01717616536

www.tasmiacosmetics.com

পদবী: প্রোডাকশন সুপারভাইজার / জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অফিসার

কর্মস্থল: গাজীপুর

চাকরির বিবরণ / দায়িত্বসমূহ

* প্রার্থীকে সৎ ও আমানতদার হতে হবে।

* প্ররিশ্রম করার মন-মানসিকতা থাকতে হবে।

* নিজে কাজ করার মানসিকতা ও অধিনস্থ লোক দিয়ে কাজ করানোর যোগ্যতা থাকতে হবে।

* নিজের টিমের মাধ্যমে সারাক্ষণ প্রোডাকশন চালু রাখতে হবে।

* কাজ নিজে থেকে শিখে নিয়ে তার পূর্ণ বাস্তবায়ণ করার মানসিকতা থাকতে হবে।

* নিজের তত্ত্বাবধানে থাকা কাঁচামালের রক্ষনাবেক্ষন ও হালনাগাদ রাখতে হবে।

* কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত যে কোন কাজ করার মানসিকতা থাকতে হবে।

বি. দ্র. প্রার্থীকে কোম্পানী কাজ বুঝিয়ে দেবে। প্রার্থীর কাজের প্রতি আগ্রহ ও মানসিকতা থাকাটাই যতেষ্ঠ।

চাকরির ধরণ : ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা : কওমী মাদ্রাসা থেকে দাওরা পাস। / হাফেজ, আলিয়া থেকে কামিল/ ফাজিল পাস

অন্যান্য যোগ্যতা:

* বয়স ৩০ বছরের এর মধ্যে হতে হবে।

* কর্মঠ ও সুস্থ শরীরের অধীকারী হতে হবে।

সুগোগ সুবিধা:

* বেতন: ১৪০০০-১৭০০০ টাকা।

* রমজানের ঈদে বেতনের সমপরিমাণ ও কুরবানির ঈদে বেতনের অর্ধেক বোনাস হিসেবে প্রদান করা হবে।

* অভারটাইম হলে কোম্পানীর নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাতা প্রদান করা হবে।

  • প্রতি বছর কোম্পানির নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট হবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ