সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ।। ১ বৈশাখ ১৪৩২ ।। ১৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের ওয়াকফ বিল: অভিযান শুরু, বন্ধ করে দেওয়া হলো ১৭০ মাদরাসা ‘জাতি এবার হিন্দুত্ববাদ প্রভাবমুক্ত বাংলা নববর্ষ উদযাপন করল’ বানিয়াচংয়ে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবারও ঢাকা-চট্টগ্রামে হজ প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইরানের প্রতিরক্ষা নীতি ও পশ্চিমা হুমকি: যুদ্ধ কি অনিবার্য? মাদ্রাসা শিক্ষার্থী মানেই অনিশ্চিত গন্তব্যের যাত্রী নয়, চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ওয়াকফ বিল বাতিলে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফতের গণমিছিল আরজাবাদ মাদরাসারও শায়খুল হাদিস হলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক সারা দেশে জুমার জামাতের সময় নির্ধারণ, সুবিধা-অসুবিধা ময়নাতদন্ত শেষে মাদরাসা ছাত্র জুলাই-শহীদ রাব্বির পুনঃদাফন

হজের কারণে উমরা স্থগিত থাকবে ১০ জুন পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ মৌসুমের কারণে আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত উমরা কার্যক্রম স্থগিত থাকবে। এ সময়ে কেবলমাত্র হজ পারমিটধারীরাই অনুমতি পাবেন উমরা করার। এই সময়ে সৌদি নাগরিক, প্রবাসী ও যেকোনো ধরনের ভিসাধারীরা উমরা পালন করতে পারবেন না।

সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, রোববারের (১৩ এপ্রিল) পর হজের আগে আর কোনো উমরা ভিসাধারী দেশটিতে প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী কিংবা রোববারে প্রবেশকারী উমরা ভিসাধারীকে অবশ্যই ২৯ এপ্রিলের মধ্যে দেশত্যাগ করতে হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি উমরা কোম্পানিগুলো কোনো উমরা ভিসাধারী যাত্রীর বিলম্বের খবর না দেয়, তাহলে তাদের ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।’

বিবৃতিতে বলা হয়, ‘যেসব বিদেশি যাত্রী বর্তমানে সৌদিতে আছেন, তাদেরকে অবশ্যই আগামী ২৯ এপ্রিলের মধ্যে বিদায় নিতে হবে। এ সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগে যারা ব্যর্থ হবেন, তাদেরকে কারাবাস, উচ্চ জরিমানাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে।’


আরব নিউজের খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে যারা সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করবেন, ভবিষ্যতে তাদের দেশটিতে প্রবেশের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

মূলত হজ মৌসুমের নির্বিঘ্ন প্রস্তুতির জন্য উমরাযাত্রীদের এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তা ইস্যুটিকেও সামনে আনা হয়েছে।

সৌদির জননিরাপত্তা দপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামি বলেন, নিরাপত্তা হলো রেড লাইন। আর কিছুদিন পরই বিভিন্ন দেশ থেকে আল্লাহর অতিথিরা হজ করতে সৌদিতে আসবেন।

নিরাপত্তা ও মর্যাদা যেন কোনোভাবে ক্ষুণ্ন না হয়, সেজন্য সরকার খুবই তৎপর বলে তিনি জানিয়েছেন।

বাসামি আরও জানান, এবার হজযাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনীর পাশাপাশি অগ্রসর কৃত্রিম বুদ্ধিমত্তাও (অ্যাডভান্সড এআই) ব্যাপকভাবে ব্যবহার করা হবে।

সৌদির নিরাপত্তা বিশেষজ্ঞ আদেল জামজামিও বলেন, সরকারের প্রতিটি উদ্যোগ মানুষ, কিংবা আরও নির্দিষ্ট করে বললে হজযাত্রীদের কেন্দ্র করে। যদি কোনো ব্যক্তি নিয়ম লঙ্ঘন করে, তাহলে পুরো নিরাপত্তা ব্যবস্থায় তার ক্ষতিকর প্রভাব পড়বে।

কেবল হজ পারমিটধারীরাই ২৯ এপ্রিল থেকে উমরা করার অনুমতি পাবেন। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রতিবছরই এমন ব্যবস্থা নিয়ে থাকে দেশটি।

বেঁধে দেয়া সময়ের পরও ওমরাহ যাত্রীদের কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন, তাহলে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে হজ মৌসুমে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবহার করে হজে অংশগ্রহণ বা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারীদের ঠেকাতে বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করে দেশটি। এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে- পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ