মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ ।। ১৮ চৈত্র ১৪৩১ ।। ৩ শাওয়াল ১৪৪৬


ইসলাহি সফরে পাকিস্তান যাচ্ছেন মাওলানা মোয়াজ্জেম হোসেইন নকশেবন্দি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইয়িদুল আবরার ট্রাস্ট সোনাপুর নোয়াখালীর চেয়ারম্যান 'মুআল্লিমুল আউলিয়া ' মাওলানা মোয়াজ্জেম হোসেইন নকশেবন্দি প্রায় দেড় মাসের এক ইসলাহি সফরে পাকিস্তান যাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় এয়ার আরাবিয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজা হয়ে ফ্লাই জিন্নাহে সন্ধ্যা সাড়ে সাতটায় লাহোর বিমানবন্দরে অবতরণ করবেন।

তিনি লাহোর,করাচি, খায়েরপুর, ইসলামাবাদ, হায়দরাবাদে মুতাআল্লিকিন ও মুরিদদের ইসলাহি ও রুহানি তালিম দিবেন।

খায়েরপুরে তাঁর পীর সাইয়িদ মঞ্জুর হুসাইন মাদানী রহ. এর খানকায় অদূরে প্রতিষ্ঠিতব্য 'নুরে মঞ্জুর ' ওয়াকফ ট্রাস্টের তত্ত্বাবধান করবেন।

পাকিস্তানের বিভিন্ন শহরে তার ভক্ত অনুরক্তদের আহ্বানে প্রতি বছর তিনি সফর করে থাকেন।

দীর্ঘ সফর শেষে ৩ মে তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

প্রায় আশি বছর বয়সী এই বিশিষ্ট আল্লাহর ওলির বিশ্বের বিভিন্ন দেশে ভক্ত মুরিদ ও খলিফা ছড়িয়ে আছেন। মুমিন বান্দার হৃদয়ে আল্লাহ জিকির জারি করাই তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ