|| মুহিউদ্দীন মাআয ||
পবিত্র রমজানে ধর্মপ্রাণ মুসলিম আল্লাহ তায়ালার বিধান পালনে সচেষ্ট থাকেন। সমাজের বিভিন্ন শ্রেণীর ছোট-বড় সকলেই রোজার প্রতি অশেষ গুরুত্ব দেন। হাজারো অসুস্থতা,শ্রম-ক্লান্তির কষ্ট ভুলে হাসি মুখে কাটিয়ে দেন রমজানের দিনগুলো।
তবে অসুস্থতা তীব্র আকার ধারণ করলে অনেকে বাধ্য হন চিকিৎসা নিতে।
এমন গুরুতর ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকরা ইনজেকশন নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সে সময় রোজা অবস্থায় ইনজেকশন নিবে কিনা দ্বিধায় পড়ে যায় অসুস্থ ব্যক্তি।
এক্ষেত্রে শরীয়তের বিধান হলো, ইনজেকশন নিলে রোজার কোনো ক্ষতি হবে না। (আলাতে জাদীদাহ কে শরয়ী আহকাম পৃষ্ঠা :১৫৩)।
সুতরাং রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে। এতে কোনো সমস্যা নেই।
এমএম/