||মোহাম্মাদ হুজাইফা||
আমরা সর্বদা আল্লাহর মুখাপেক্ষী। যে কোনো প্রয়োজনে আল্লাহর প্রার্থনা করি। প্রার্থনা করলে আল্লাহ খুশি হন। হাদিসে বর্ণিত হয়েছে- দোয়া হচ্ছে ইবাদতের মগজ। ( তিরমিযি, ৩৩৭১)
আল্লাহর কাছে কীভাবে দোয়া করব তা তিনিই আমাদের শিখিয়েছেন। কোরআনে বর্ণিত এমন অনেক দোয়া আছে। কিছু দোয়া আজ উল্লেখ করছি:
এক. সফলতার দোয়া: (সুরা শুআরা, আয়াত: ৮৩-৮৫)
رَبِّ هَبْ لِي حُكْمًا وَالْحِقْنِي بِالصَّلِحِينَ وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ
উচ্চারণ: রাব্বি হাবলি হুকমাওঁ ওয়া আল-হিকনি বিসসালিহীন। ওয়াজাআ’ল্লী লিসানা সিদকিন ফিল আখিরীন। ওয়াজাআ’লনী মিওঁ ওয়ারাছাতি জান্নাতিন-নাঈম
অর্থ: হে আমার রব! আমাকে জ্ঞান দান কর। সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর। আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত কর।
দুই. গুনাহ মাফের জন্য দোয়া: (সুরা আলে ইমরান, আয়াত: ১৯৩)
رَبَّنَا فَاغْفِرْلَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيَّاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
উচ্চারণ: রাব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফির 'আন্না সাইয়্যি আ'তিনা ওয়া তাওয়াফ্ফানা মা'আল আবরার।
অর্থ: হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের পাপ ক্ষমা কর, আমাদের মন্দ কাজগুলি দূরীভূত কর। আমাদেরকে সৎকর্মশীলদের সহগামী করে মৃত্যু দিও।
رَبِّ اغْفِرْ وَارْحَمُ وَأَنْتَ خَيْرُ الرَّحِمِينَ
উচ্চারণ: রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন।
অর্থ: হে আমার রব! মাফ কর, রহম কর, আপনি উত্তম দয়াবান।
তিন. পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভের দোয়া: (সুরা ফুরকান, আয়াত: ৬৫)
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
উচ্চারণ: রাব্বানা-সরিফ 'আন্না আযাবা জাহান্নামা, ইন্না আযাবাহা কানা গারামা, ইন্নাহা সা-আত মুস্তাকাররাওঁ ওয়া মুকামা।
অর্থ: হে আমাদের রব! আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করে দাও। নিশ্চয় এর শাস্তি সদা নিকটবর্তী। বসবাস ও আবাসস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা!
চার. দ্বীনের উপর অটল থাকার দোয়া: (সুরা আলে ইমরান, আয়াত: ৮)
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّاب
উচ্চারণ: রাব্বানা লা তুযিগ্ কুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাবলানা মিল-লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
অর্থ: হে আমাদের প্রতিপালক! সরল পথ-প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরে বক্রতা সৃষ্টি করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান কর। নিশ্চয়ই তুমি মহা দাতা।
পাঁচ. নেক সন্তান লাভের দোয়া: (সুরা আলে ইমরান, আয়াত: ৩৮)
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
উচ্চারণ: রাব্বি হাবলী মিল্লাদুনকা যুররিইয়াতান ত্বইয়্যিবাতান, ইন্নাকা সামি'উদ দু'য়া-ই।
অর্থ: হে আমার রব! আমাকে তুমি তোমার নিকট হতে নেক বংশধর দান কর। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
ছয়. দ্বীনদার পরিবার গঠনের দোয়া: (সুরা ফুরকান, আয়াত: ৭৪)
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَاماً
উচ্চারণ: রাব্বানা হাবলানা মিন-আঝওয়া-জিনা ওয়া যুররিইইয়াতিনা কুররাতা আ'ইউনিওঁ ওয়াজ'আলনা-লিলমুত্তাকীনা ইমামা।
অর্থ: হে আমাদের রব! তুমি আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী-সন্তান দান কর। তুমি আমাদেরকে পরহেযগার লোকদের ইমাম (অভিভাবক) বানিয়ে দাও।
এই দোয়াগুলির মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে।