প্রশ্ন: অবিবাহিত ইমামের পেছনে জামাতে নামাজ পড়া ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? দলিলসহ জানালে কৃতজ্ঞ হব।
উত্তর: ইমামতি শুদ্ধ হওয়ার জন্য ইমাম বিবাহিত হওয়া শর্ত নয়। তাই অবিবাহিত সাবালকযোগ্য ব্যক্তির পেছনে নামাজ পড়া নিঃসন্দেহে জায়েজ। (রদ্দুল মুহতার : ১/৫৫০, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৬/৭০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৪৪)
এনএ/