মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ।। ১৪ মাঘ ১৪৩১ ।। ২৮ রজব ১৪৪৬


বিপদের সময় নবীজি সা. যে দোয়া পড়তেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লাহ তায়ালা বিপদ-মসিবত, ভয়, ক্ষুধা ইত্যাদি দিয়ে বান্দাদের পরীক্ষা করেন। এ রকম পরিস্থিতিতে ধৈর্যধারণের পাশাপাশি দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। রাসুলুল্লাহ সা. বিপদের সময় সুন্দর একটি দোয়া পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন।

দোয়াটি হলো-

 لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

উচ্চারণ: ‘লা ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুল আরশিল আযীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুস সামা-ওয়া-তি ওয়ারাববুল আরদি ওয়ারাববুল আরশিল করীম।’ (সহিহ বুখারি: ৬৩৪৬)

অর্থ: ‘আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি অতি উচ্চ মর্যাদাপূর্ণ ও অশেষ ধৈর্যশীল, আরশে আজিমের প্রভু। আল্লাহ ব্যতীত কোনো মাবূদ নেই। আসমান জমিনের প্রতিপালক ও সম্মানিত আরশের মালিক। আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই।’ হজরত ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, বিপদের সময় নবী সা. উক্ত দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি: ৬৩৪৬)

বিপদগ্রস্তের জন্য আরেকটি সুন্দর দোয়ার কথা আছে হাদিসে। দোয়াটি হলো-

 اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

উচ্চারণ: ‘আল্ল-হুম্মা রহমতাকা আরজূ ফালা- তাকিলনী ইলা- নাফসী ত্বরফাতা আয়নিন, ওয়া আসলিহ লী শা’নী কুল্লা-হূ, লা- ইলা-হা ইল্লা- আনতা।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার রহমত প্রত্যাশা করি। তুমি আমাকে আমার নিজের ওপর ক্ষণিকের জন্যও ছেড়ে দিও না। বরং তুমি নিজে আমার সকল বিষয়াদি সংশোধন করে দাও। তুমি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নেই।’ (মেশকাত: ২৪৪৭)

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ