সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


উমরী কাযা আদায় করতে হবে কী ? নাকি তাওবাহ করলেই যথেষ্ট হবে?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশ্ন: মুহতারাম, আমি একজন General Educated, দ্বীন সম্পর্কে তেমন ধারণা নেই, তবে কিছু কিছু শরয়ী মাসআলা জানা আছে। গতকাল যখন জুমার নামাজ পড়তে যাই, খতিব সাহেব বয়ানের মাঝে একটি মাসআলা বললেন যে, ওমরি কাযা পড়া লাগবেনা বরং তাওবাহ করলেই যথেষ্ট হবে, অথচ ছোট কাল থেকেই শুনে আসছি, কোন ব্যক্তি ইচ্ছায় বা অনিচ্ছায় কোন নামাজ কাজা করলে তা আদায় করা আবশ্যক হয়ে পড়ে। জানার বিষয় হল কাযা নামাজের জন্য তাওবা যথেষ্ট হবে কী না? নাকি তা আদায় করা আবশ্যক। দলিলসহ জানিয়ে বাধিত করবেন।

উত্তরঃ খতীব সাহেবের মাসআলা সঠিক নয়। ফরজ নামাজের কাযা আদায় করা আবশ্যক। শুধু তাওবাহ-ইস্তেগফার যথেষ্ট নয়। যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যদি কেউ কোন নামাজের কথা ভুলে যায়, তাহলে তা যখনই স্মরণ হবে তাকে তা আদায় করতে হবে। এই ব্যতিত নামাজের অন্য কোন কাফফারা নেই। আল্লাহ তায়ালা এরশাদ করেন (أقم الصلاة لذكرى) আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম কর। সূত্র : আহলে হক মিডিয়া

এম আই/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ