সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


নামাজে সতরের কতটুকু অংশ খোলা থাকলে নামাজ হয় না?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশ্ন : নামাজে কতটুকু সতর খোলা থাকলে নামাজ ভেঙ্গে যাবে? তিন তাসবীহ পরিমাণ সেটা বুঝলাম। তবে আমি জানতে চাই, হাতের গিরার যদি সামান্য একটু অংশ তিন তাসবীহ পরিমাণ খোলা থাকে তাহলেও কি নামায ভেঙ্গে যাবে?  জানালে খুবই উপকৃত হব।

উত্তর  :  সতর অঙ্গের চার ভাগের এক ভাগের কাপড় তিন তাসবীহ পরিমাণ খোলা থাকলে নামাজ ভেঙ্গে যাবে। হাতের গিরা সতরের অংশ নয়। তাই তা খোলা থাকায় নামাজ ভাঙ্গবে না। এছাড়া এ পরিমাণ যেহেতু সতরের কোন অঙ্গের এক চতুর্থাংশ নয়, তাই এর পরিমাণ খোলার দ্বারা নামাজ ভঙ্গ হবে না।

এম আই/

 

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ