সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা

২৩ এপ্রিল গণমিছিল সফল করুন: লন্ডনে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের এক মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, বো কমন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, ক্বারী মাওলানা বেলাল আহমদ, মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাসুম, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা হোসাইন আহমদ, লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান এবং নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভারত বিতর্কিত ওয়াকফ আইনের মাধ্যমে ভারতের মুসলমানদের মসজিদ ,মাদ্রাসা ও ইসলামী প্রতিষ্ঠানে উপর অনৈতিক হস্তক্ষেপ করে সম্পত্তি দখলের ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে অনেক মসজিদ ও মাদ্রাসা ভাঙ্গার শুরু করেছে। ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর জুলুম ও নির্যাতন করছে। একজন মুসলিম হিসেবে আমরা চুপ থাকতে পারিনা। আগামী ২৩ এপ্রিল বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস আহুত গণ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। 

তারা আগামী ২৩ এপ্রিল, বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস আহুত ভারতীয় দূতাবাস অভিমুখে গণ-মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিকে সফল করতে সবাইকে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান। সেইসঙ্গে ঢাকা সহ সারাদেশের সর্বস্তরের জনসাধারণকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ