বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ।। ২ বৈশাখ ১৪৩২ ।। ১৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

ভারতের ওয়াকফ বিল: অভিযান শুরু, বন্ধ করে দেওয়া হলো ১৭০ মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অন্তত ১৭০টি মাদরাসা সিলগালা করেছে রাজ্য প্রশাসন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান রাজ্যের মাদরাসা বোর্ড বা শিক্ষা বিভাগে নিবন্ধিত নয় এবং “নথিপত্র ছাড়াই পরিচালিত” হচ্ছিল।

রোববার (১৩ এপ্রিল) হলদওয়ানি জেলার মুসলিম-অধ্যুষিত বনভুলপুরা এলাকায় এক যৌথ অভিযানে সাতটি মাদরাসা বন্ধ করা হয়। এ অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন, পৌর কর্পোরেশন এবং স্থানীয় পুলিশ বাহিনী।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি একে “ঐতিহাসিক পদক্ষেপ” হিসেবে উল্লেখ করে বলেন, “শিক্ষার নামে যারা শিশুদের উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছে, তাদের কোনোভাবেই বরদাশত করা হবে না।” মুখ্যমন্ত্রীর দফতর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলগালার এই সিদ্ধান্ত পূর্বে পরিচালিত এক বিশেষ সরকারি জরিপের ভিত্তিতে নেওয়া হয়েছে।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এ অভিযান এখানেই শেষ নয়। আরও প্রায় ৫০০ মাদরাসা বর্তমানে পর্যবেক্ষণের আওতায় রয়েছে, যেগুলোও নিবন্ধনহীন বা “সন্দেহভাজন কার্যক্রমে যুক্ত” থাকার অভিযোগে ভবিষ্যতে সিলগালার মুখে পড়তে পারে।

সংখ্যালঘুদের ‘টার্গেট’ করা হচ্ছে

ঘটনার পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অনেক মাদরাসা দশক-দশক ধরে চলমান, এমনকি কিছু প্রতিষ্ঠান স্থানীয় দরিদ্র শিশুদের জন্য একমাত্র শিক্ষা কেন্দ্র ছিল বলে জানিয়েছেন বাসিন্দারা।

মুসলিম সম্প্রদায়ের নেতারা এবং অধিকারকর্মীরা বলছেন, মাদরাসার বিরুদ্ধে এই ধরনের অভিযান উদ্দেশ্যপ্রণোদিত এবং ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করার অংশ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও অন্যান্য সংগঠন এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, “যে কোনো বেআইনি প্রতিষ্ঠান চিহ্নিত করা সরকারের কাজ। কিন্তু শুধু মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিশানা করে এমন অভিযান প্রশ্নের উদ্রেক করে।”

এই ঘটনার পেছনে রাজ্য সরকারের সাম্প্রতিক ‘ওয়াকফ সংশোধনী বিল’ পাসের প্রসঙ্গও উঠে এসেছে। মুসলিমদের অনেকেই মনে করছেন, নতুন এই আইন ওয়াকফ সম্পত্তির উপর সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধির পথ তৈরি করছে, যার প্রভাব পড়ছে মসজিদ, মাদরাসা ও এতিমখানার মতো ধর্মীয় প্রতিষ্ঠানে।

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা করেছে বেশ কয়েকটি মুসলিম সংগঠন। তারা বলছেন, এটি সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। সূত্র: দ্য সিয়াসত ডেইলি

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ