শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৪ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নগদ অর্থ, মেধাতালিকা স্মারকসহ চার শতাধিক পুরস্কার বিতরণ করেছে জামিয়া গহরপুর ভারতের মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের সংস্কার কেন ভোটাধিকার-গণতন্ত্রের বিকল্প হবে, প্রশ্ন রিজভীর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি ৩ লাখের বেশি ভারতে সংশোধিত ওয়াকফ আইন স্থগিতের ঘোষণা তালেবানের ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা উঠিয়ে নিল রাশিয়া ২৫ মার্চ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ ওয়াক্ফ বিল গোটা উপমহাদেশের কষ্টের কারণ হবে: খেলাফত মজলিস ২ দিনের জন্য ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বরিশাল সিটি নির্বাচন-২০২৩ বাতিল ও হাতপাখাকে বিজয়ের দাবিতে মামলা

গাজার একটি বাড়িতে ইসরাইলি বর্বর হামলায় নিহত ২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা উপত্যকার শেজাইয়ায় একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

গাজা শহরের পূর্ব উপকণ্ঠে একটি বহুতল আবাসিক ভবনে হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো অনেকে নিখোঁজ এবং ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন। হামলায় আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

তবে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে, যদিও তার পরিচয় তারা প্রকাশ করেনি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উপত্যকার অন্যান্য অংশে পৃথক ইসরাইলি হামলায় আরও ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, ফলে বুধবার মৃতের সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত সপ্তাহে ইসরাইলি বাহিনী শেজাইয়া বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল এবং ওই অঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে বলে দাবি করেছিল।

দুই মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ ইসরাইল গাজায় আবার বোমাবর্ষণ শুরু করে এবং অঞ্চলজুড়ে সেনা পাঠায়। এরপর থেকে গত তিন সপ্তাহে ইসরাইলি হামলায় প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার পর থেকে যে যুদ্ধ শুরু হয়, তাতে এখন পর্যন্ত ৫০,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ