বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ।। ৪ বৈশাখ ১৪৩২ ।। ১৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
২৩ এপ্রিল ভারতের দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক খেলাফত মজলিসের শোভাযাত্রায় অংশ না নেওয়ায় ইবির খালেদা জিয়া হলের ছাত্রীদের খাবার বন্ধ বানিয়াচংয়ে বোরো ধান কাটার উৎসব পদ্মার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষের চিকিৎসা সেবা শামীমাবাদ মাদরাসায় দাওরায়ে হাদীস জামাত ও ইফতেতাহী সবকের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ আস-সুন্নাহর মাধ্যমে আবদুর রশিদের ভাগ্য ফেরার গল্প এবার ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ জামাত আমির ও মার্কিন কূটনীতিকের বৈঠক: নির্বাচন ও মানবাধিকার নিয়ে আলোচনা দেশের চলমান পরিস্থিতিতে সমমনা ইসলামী দলসমূহের বৈঠক অনুষ্ঠিত

জার্মানির তরুণ ইমামের হাতে ৯০ ব্যক্তির ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জার্মানির বার্লিন শহরের যুবক এমরে শাহিন। শহরের ক্রয়োসবার্গ এলাকার মেভলানা মসজিদে প্রায় তিন বছর ধরে ইমামতি করছেন তিনি। ৩৩ বছর বয়সী এই ইমামের হাতে ইতোমধ্যে ৯০ জন ইসলামের ছায়ায় আশ্রয় নিয়েছেন। খবর ডেইলি সাবাহর। 

ইমাম শাহিন তুর্কি, জার্মান এবং আরবি ভাষায় বেশ সাবলীল। বিশেষ করে জার্মান ভাষায় তিনি ধর্মীয় শিক্ষা দেন। এতে তিনি তরুণ প্রজন্মের সঙ্গে বেশ কার্যকরভাবে সংযোগ স্থাপন করতে পারেন। ফলে ইসলামের আলো খোঁজা পাশ্চাত্যের যুবকরা দলবেঁধে এসে তার হাতে ইসলামে দীক্ষিত হচ্ছেন। 

মেভলানা মসজিদটি বার্লিনে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। ২০২০ সালের অক্টোবরে এই মসজিদে একটি ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করে। জার্মান পুলিশ ফজরের নামাজের সময় সেখানে হানা দেয়। করোনাভাইরাস সহায়তা তহবিলসংক্রান্ত একটি আর্থিক তদন্তের অংশ হিসেবে পুলিশ এসেছিল। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানকে মসজিদের পবিত্রতা লঙ্ঘন বলে উল্লেখ করে কঠোরভাবে নিন্দা জানিয়েছিল।

বার্লিনে আরও কিছু মসজিদ রয়েছে, যেগুলো উদারপন্থী ইসলামের চর্চার জন্য পরিচিত। যেমন, আইনজীবী ও নারী অধিকারকর্মী সায়রান আতের প্রতিষ্ঠিত ইবন রুশদ-গ্যেটে মসজিদে নারী ও পুরুষ একসাথে নামাজ পড়ে। 

জার্মানিতে ইসলাম গ্রহণের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। গবেষণায় দেখা গেছে, প্রতি বছর প্রায় চার হাজার জার্মান নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর পেছনে ব্যক্তিগত সংকট, আধ্যাত্মিক অনুসন্ধান বা ব্যক্তিগত সম্পর্ক একটি বড় ভূমিকা রাখে।

এসব ঘটনা বার্লিনসহ গোটা জার্মানিতে ইসলামের বিভিন্ন রূপ ও ধারা এবং সমাজে ধর্মীয় পরিচয়ের পরিবর্তনশীল ও বহুমাত্রিক প্রকৃতিকে তুলে ধরে। জার্মানিতে ইসলামের ক্রমবর্ধমান এগিয়ে চলাকে ইতিবাচক হিসেবে দেখছেন সেখানকার মুসলিমরা।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ