ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উদ্ভট এক পরামর্শ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘সৌদি আরবে অনেক খালি জায়গা আছে। তাই সেখানে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র করা হোক। ’
এমনকি প্রস্তাবিত গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকেও নাকচ করেছেন তিনি।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি মন্তব্যের উল্লেখ করেনি।
সৌদি আরব বলেছে, তারা নেতানিয়াহুর মন্তব্যের প্রতি ‘ভ্রাতৃপ্রতিম’ রাষ্ট্রগুলোর প্রত্যাখ্যানকে মূল্য দেয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই দখলদার চরমপন্থি মানসিকতা বুঝতে পারে না যে ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থ কী এবং সেই ভূমির সঙ্গে ঐতিহাসিক এবং আইনি সম্পর্ক কী। ’
উল্লেখ্য, মিশর এবং জর্ডানও ইসরাইলি প্রধানমন্ত্রীর এই পরামর্শের নিন্দা করেছে। কায়রো এই বক্তব্যকে, সৌদি সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন’ বলে মনে করে।
এছাড়া গাজা দখল করে ডোনাল্ড ট্রাম্পের ‘মধ্যপ্রচ্যের রিভেরা’ তৈরির প্রস্তাবেরও তীব্র নিন্দা জানিয়েছে আরব রাষ্ট্রগুলো।
হাআমা/