শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৪ মাঘ ১৪৩১ ।। ৮ শাবান ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন: প্রধান উপদেষ্টা বাকৃবির বঙ্গবন্ধু হলের নাম ‘মাওলানা ভাসানী’ রাখলেন শিক্ষার্থীরা ‘পরাধীনতার কারণেই বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে’ ‘ফ্যাসিবাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না’ হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কমিটি গঠন নারায়ণগঞ্জ জেলায় এডুকেশন গাইডলাইন মজলিস অনুষ্ঠিত  সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু ‘কাশ্মীরের জন্য ১০টি যুদ্ধের প্রয়োজন হলেও করতে প্রস্তুত পাকিস্তান’ ইসলামী যুব আন্দোলনের ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত হাতিয়ায় সাবেক এমপির বাড়ি ভাঙচুর

গাজা বসবাসের যোগ্য নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজা বর্তমানে ‘বাসযোগ্য নয়’। সেখানে অবিস্ফোরিত অস্ত্রের আশংকা রয়েছে। এলাকাটি পুনর্নির্মাণের সময় মানুষকে অন্যত্র পুনর্বাসন করতে হবে।

এ সময় রুবিও গাজা পুনর্নির্মাণে সহায়তার জন্য অন্যান্য দেশগুকেও আহ্বান জানান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার দায়িত্ব গ্রহণ এবং উন্নয়নের প্রস্তাবের অধীনে ফিলিস্তিনিরা এই অঞ্চলে ফিরে যেতে পারবে কিনা তা তিনি বলেননি।

রুবিও বলেন, ‘আমি মনে করি এটি কেবল একটি বাস্তবতা যে এই ধরনের জায়গা ঠিক করার জন্য অন্তর্বর্তীকালীন সময়ে মানুষকে অন্যত্র থাকতে হবে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ঘৃণ্য মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র গাজা ‘দখল’ করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে। এতে বিপুলসংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি হবে। তবে তিনি স্পষ্ট করেননি, এই কর্মসংস্থান কার জন্য হবে, কারণ তিনি একইসঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথা বলেছেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার দায়িত্ব গ্রহণ এবং উন্নয়নের প্রস্তাবের অধীনে ফিলিস্তিনিরা এই অঞ্চলে ফিরে যেতে পারবে কিনা তা তিনি বলেননি। 

তিনি বলেন, ‘আমি নাটকীয় কিছু বলতে চাই না, মজার কিছু বলতেও চাই না।’ এরপর তিনি গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর ইচ্ছার কথা জানান এবং বলেন, ‘এটি একেবারে অপূর্ব হতে পারে।’  

গাজায় ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ