শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ ।। ২৬ পৌষ ১৪৩১ ।। ১০ রজব ১৪৪৬

শিরোনাম :
রুয়েটে নবীন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ  ‘হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণের এখতিয়ার সৌদি সরকারের, মন্ত্রণালয়ের নয়’ স্বাস্থ্যখাত সংস্কারে মেডিকেল স্টুডেন্টস ফোরামের ৫৩ দফা প্রস্তাবনা চব্বিশের বিজয়ের চেতনায় ইসলামী সংস্কৃতির বিজয়ের পথ সুগম হোক: স্বপ্নসিঁড়ি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নওগাঁ ব্লাড সার্কেলের শীতবস্ত্র বিতরণ ‘বিএসএফ বাংলাদেশ সীমান্তে উস্কানি দিয়ে ভূমি দখলের পায়তারা করছে’ চব্বিশের লড়াই ছিল আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে: হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারির মধ্যে সবাই হাতে নতুন বই পাবে: প্রেস সচিব পুরোদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ, যথাসময়ে হবে বিশ্ব ইজতেমা ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রা. আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল কাল

এরদোগানকে আমি সম্মান করি: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বন্ধু বলে সম্বোধন করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, এরদোয়ান এমন একজন ব্যক্তি যাকে তিনি পছন্দ ও সম্মান করেন।

ফ্লোরিডার মার-এ-লাগোতে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি এবং এই অঞ্চলে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে পররাষ্ট্রনীতির মূল বিষয় তুলে ধরেন ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে প্রধান শক্তি হিসেবে তুরস্কের আঞ্চলিক ভূমিকা ও এরদোয়ানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে স্বাগত জানান।

ট্রাম্প বলেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে সিরিয়ায় নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে সহায়তার জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে দুই মুসলিম দেশ তুরস্ক ও জর্ডান। এ জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্র হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের পর হাকান ফিদান বলেন, আমরা আমাদের সিরীয় ভাইদের একটি রোডম্যাপের মাধ্যমে সাহায্য করার জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তুরস্ক ও জর্ডান কর্তৃপক্ষ সিরিয়ার উন্নয়নে পরিবহন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং কৃষিসহ যৌথ প্রচেষ্টার সমন্বয় করবে।

সিরিয়ার স্থায়ী স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিবেশী দেশ হিসেবে তুরস্ক ও জর্ডান উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তুরস্ক ও জর্ডানের তৈরি প্ল্যাটফর্মটি অন্যান্য প্রতিবেশী দেশ যেমন ইরাক এবং লেবাননের জন্যও উন্মুক্ত। যাতে সমস্ত আঞ্চলিক স্টেকহোল্ডাররা আঞ্চলিক সহযোগিতা এবং স্থিতিশীলতা জোরদার করার জন্য যৌথভাবে কাজ করতে পারে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ