আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণে দেশটির শরণার্থী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান। এছাড়াও আরও ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বুধবার (১১ ডিসেম্বর) বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, তালেবানের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলার কারণে বিস্ফোরণটি ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্র এএফপিকে জানিয়েছে, কাবুলের শরণার্থী মন্ত্রণালয়ে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী প্রত্যাহারের পর হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হয়েছেন।
এনএ/