শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৭ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

মসজিদে নববিতে নারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মদিনার মসজিদে নববিতে আগত নারী হাজি ও জিয়ারতকারীদের নতুন ৯টি নির্দশনা জারি করা হয়েছে।

মসজিদে হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদ এসব নির্দেশনা জারি করেছে।

সংস্থার এক্স অ্যাকাউন্টে জারি করা নির্দেশনায় নারী জিয়ারতকারীদের উদ্দেশে বলা হয়, আমরা আশা করি, আপনি যখন মসজিদ নববিতে আসবেন; তখন শিষ্টাচারের প্রতি কঠোরভাবে মনোযোগী হবেন। প্রশাসনের জারি করা নির্দেশনায় শৃঙ্খলা বজায় থাকে। কারও ইবাদত-বন্দেগিতে ব্যঘাত ঘটে না।

নির্দেশনায় জোর দিয়ে বলা হয়, মসজিদে নববিতে আসার সময় নারীদের ইসলাম অনুমোদিত হিজাব ব্যবহার করতে। সেই সঙ্গে মসজিদে নববিতে কর্মরত নারী কর্মীদের সহযোগিতা করার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়।

অন্য নির্দেশনাগুলো হলো- মসজিদে ঘুমানো ও শোয়া এড়িয়ে চলা, জামাতের সময় সারিবদ্ধ হয়ে কাতার সোজা করার বিষয়ে যত্নবান হওয়া।

মসজিদে নববি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতার পাশাপাশি যেখানে-সেখানে খাবার না খাওয়া, উচ্চস্বরে কথা না বলা, নিজ নিজ জিনিসপত্র সঙ্গে রাখা এবং কার্পেটের ওপর জুতা দিয়ে হাঁটা এড়িয়ে চলারও নির্দেশনা দিয়েছে হারামাইন প্রশাসন।

অনেক নারী মসজিদে নববিতে আসার সময় হিজাব পরেন না, আবার অনেকে মসজিদে ইবাদত-বন্দেগির পরিবর্তে কথা বলে সময় ব্যয় করেন, যা সেখানে উপস্থিত অন্য নারীদের জন্য অস্বস্তির কারণ হয়, এটাও শিষ্টাচারেরও পরিপন্থী।

উল্লেখ্য, উমরা পালনের আগে-পরে সবাই মসজিদে নববিতে আগমন করেন। তারা এখানে এসে নামাজ আদায়, হজরত রাসুলুল্লাহ সা.-এর রওজা জিয়ারত এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।

সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে প্রায় ২৮০ মিলিয়নেরও বেশি মুসলমানের আগমন ঘটেছিল মসজিদে নববিতে।

সূত্র: ডে নিউজ

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ