শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

মসজিদে অতর্কিত হামলা, নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে দখঃলদার ইসরায়েলি বাহিনী। এবার কেন্দ্রীয় গাজার দেইর আল-আল বালাতে আল-আকসা হাসপাতালের কাছে একটি মসজিদে বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।   

প্রতিবেদনে বলা হয়েছে, শুহাদা আল-আকসা মসজিদে এই হামলা হয়েছে। এতে আহত হয়েছে আরও কয়েক ডজন। প্রত্যক্ষদর্শীরা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা মসজিদটি বাস্তুচ্যুত লোকদের আবাসস্থল ছিল।  

এর আগে ইসরায়েলি বিমান বাহিনী দেইর আল-বালাতে মসজিদে হামলার কথা নিশ্চিত করে। তারা দাবি করেছে, ওই মসজিদ হামাস ব্যবহার করত। ইসরায়েলের বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ও আইডিএফ বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান চালানোর জন্য হামাস সন্ত্রাসীরা মসজিদটি কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করত।

তবে হামলায় কতজন নিহত হয়েছে- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বিমান বাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিকদের ক্ষয়ক্ষতি কমাতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে শুধু গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ