গাজায় সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে চারদিনের এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেয় ইসরায়েল সরকার।
এখানে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া পূর্ণ বিবৃতি তুলে ধরা হলো:-
“ইসরায়েল সরকার সকল জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
“আজ রাতে (মঙ্গলবার), সরকার এই লক্ষ্য অর্জনের প্রথম পর্যায়ের রূপরেখা অনুমোদন করেছে, সে অনুসারে কমপক্ষে ৫০ জিম্মি- নারী ও শিশু-কে চারদিনের মধ্যে মুক্তি দেওয়া হবে, এই সময়ে যুদ্ধে বিরতি দেওয়া হবে।
“প্রতি অতিরিক্ত ১০ জিম্মিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে এই বিরতিতে একটি অতিরিক্ত দিন যোগ হবে।
“ইসরায়েল সরকার, আইডিএফ [ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী] এবং নিরাপত্তা বাহিনীগুলো সকল জিম্মিকে দেশে ফিরিয়ে আনার জন্য, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য এই যুদ্ধ চালিয়ে যাবে এবং নিশ্চিত করবে যে, ইসরায়েল রাষ্ট্রের জন্য গাজা থেকে আর কোনও নতুন হুমকি থাকবে না।” সূত্র: বিবিসি
এনএ/