সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আরব সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
সৌদি আরবের রাজধানী রিয়াদে নেতারা অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি এবং গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে প্রকাশিত খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও উপসাগরীয় দেশটি সফর করবেন। গত মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার হয়। এরপর সৌদি আরবে এটা হবে রাইসির প্রথম সফর।
এনএ/