বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


গাজা পরিস্থিতির নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েল-হামাস যুদ্ধের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ বুধবার আরেকটি জরুরি বৈঠক করবে।

জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাত মিশনের এক মুখপাত্র এক টুইটবার্তায় বলেন, ‘গাজার পরিস্থিতির অবনতি এবং আল-শিফা হাসপাতালে হামলা এবং জাবালিয়া শরণার্থী শিবিরে বারবার হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ও চীন আগামীকাল ৬ নভেম্বর বিকাল ৩টায়  আলোচনার আহ্বান জানিয়েছে।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত ২৮ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে ১২০টি দেশ ভোট দেয়। বিপক্ষে ১৪ ও ভোটদানে বিরত ছিল ৪৫টি দেশ।
প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপানের সঙ্গে ভারত ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ