শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

হামাসের ভিডি প্রকাশ: যা বলছে ইসরায়েলি বন্দিরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের হাতে আটক তিন ইসরায়েলি নারী বন্দির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে তিন নারীর একজন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন।

ওই নারী ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে তাদেরকে মুক্ত না করার জন্য নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদেরকে যেন ‘এই মুহূর্তে’ মুক্ত করা হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে বড় ধরনের অভিযান চালায় হামাস যোদ্ধারা। আল-আকসা তুফান নামক ওই অভিযানে বহু এক হাজার ইসরায়েলিকে হত্যা করা হয় এবং প্রায় আড়াইশ’র মতো ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীকে ধরে গাজায় নিয়ে যান ফিলিস্তিনি যোদ্ধারা।


গত রবিবার গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার এক বক্তব্যে বলেন, তারা ইসরায়েলি কারাগারে আটক সব ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে তাদের হাতে আটক সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি আছেন। কিন্তু নেতানিয়াহু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর পরদিন সোমবার হামাস তিন ইসরায়েলি নারীর ভিডিও ক্লিপ প্রকাশ করলো।

ভিডিওতে আটক তিন নারীর একজন হিব্রু ভাষায় দেওয়া বক্তব্যে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী গত ৭ অক্টোবরের হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন এবং এখনও হামাসের হাতে আটক বন্দিদের মুক্ত করে নিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে ওই নারী নেতানিয়াহুকে উদ্দেশ করে বলছেন, “আমরা জানি যে, একটি যুদ্ধ বিরতি হওয়ার কথা ছিল। আপনি আমাদের সবাইকে মুক্ত করে নেবেন বলে আমরা আশা করছি। আপনি আমাদের সবাইকে মুক্ত করে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।”

হামাসের হাতে আটক ইসরায়েলি নারী আরো বলেন, “আমরা নিরপরাধ বেসামরিক নাগরিক...আপনি আমাদের সবাইকে হত্যা করতে চান; আপনি চান [ইসরায়েলি] সেনাবাহিনী আমাদের সবাইকে হত্যা করুক। আপনি আমাদেরকে ফিরে আসতে দিন.... আমাদেরকে আমাদের পরিবারের কাছে ফিরিয়ে নিন।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের পক্ষ থেকে ভিডিও প্রকাশের প্রতিক্রিয়ায় বলেছেন, এটি হামাসের অপপ্রচারণামূলক ভিডিও এবং তিনি এতে কান দেবেন না। যুদ্ধ করে হামাসের হাত থেকে জোর করে ইসরায়েলি বন্দিদের মুক্ত করে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

হামাসের আল-কাসাম ব্রিগেড সম্প্রতি ঘোষণা করেছে, গাজা উপত্যকার ওপর ইসরায়েলের পাশবিক ও নির্বিচার বিমান হামলায় এরইমধ্যে তাদের হাতে আটক ৫০ ইসরায়েলি নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ