শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিশ্বনেতাদেরকে ওআইসির চিঠি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা বন্ধে বিশ্বনেতাদের প্রতি চিঠি পাঠিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, ওআইসির সেক্রেটারি জেনারেল হুসাইন ইবরাহিম তোহা গাজায় ইসরায়েলের হামলা বন্ধ ও গাজার সাধারণ মানুষের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে বিশ্বনেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন। যাঁদের মধ্যে আছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রধান এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

চিঠিতে ওআইসির সেক্রেটারি জেনারেল হুসেন ইবরাহিম তোহা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে তাঁদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এ ছাড়া সংস্থাটি গাজার জন্য মানবিক সাহায্য ও জরুরি ত্রাণ পাঠানো এবং ফিলিস্তিনি জনগণকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণ ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসনের মুখে যুদ্ধাপরাধের শিকার হচ্ছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও মানবিক আইন লঙ্ঘন করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে আক্রমণ করে। এতে দেড় হাজারের মতো ইসরায়েলি নাগরিক নিহত হয় এবং দুই শতাধিক ব্যক্তিকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা উপত্যকায় টানা বোমা বর্ষণ করে যাচ্ছে। ইসরায়েলের নৃশংস হামলায় এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু।

এমআই/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ