বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬


গাজায় ইহুদিবাদীদের কবর রচিত হবে: ইরানি কমান্ডার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জহিরুল ইসলাম>>

ইরানের রেভুলেশন গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামী বলেছেন যে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে যুদ্ধের আগুন প্রজ্জ্বলিত করছে। আর এই হীন উদ্দেশ্যেই তারা ইহুদিবাদী সত্তাকে সহযোগিতা করছে।

ইরানের মাশহাদ শহরের এক সমাবেশে প্রদত্ত ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শক্ত ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যদি ইহুদিবাদীরা গাজায় স্থল হামলা চালায়, তবে  সেখানে তাদের কবর রচিত হবে। বক্তব্যে তিনি আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে, তাদের এই অনবরত গণহত্যা তাদের নিয়তির মোড় ঘুরিয়ে দেবে। আর যে আগুন তারা প্রজ্জ্বলিত করছে, তাতে তারাই পুড়ে ছাই হয়ে যাবে।

ইসরায়েলের পতন নিশ্চিত উল্লেখ করে সালামী বলেন, ফিলিস্তিনের প্রতি  পশ্চিমাদের বিদ্ধেষপ্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। তবে তারা রাত ব্যতীত ফিলিস্তিনের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। অচিরেই ফিলিস্তিনের মাটিতে হামাসের তুফান আল আকসা অভিযানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স এই অঞ্চলে শোচনীয় পরাজয় বরণ করবে। 

সূত্র: আল জাজিরা

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ