বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬


কোটি কোটি মানুষ ফিলিস্তিনকে সমর্থন করে: জাতিসংঘের সাবেক কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

 ইউএনআরডব্লিউএর সাবেক মুখপাত্র ক্রিস গুনেস বলেছেন, পৃথিবীর কোটি কোটি মানুষ ফিলিস্তিনের আন্দোলনকে সমর্থন করেন। শুধু তাই নয়, অনেক বেশি মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন। খবর আলজাজিরার।  

জাতিসংঘের সাবেক এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাতিসংঘ ইসরাইলকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা খুবই যুক্তিসঙ্গত।  

গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে এ কর্মকর্তা বলেন, ইসরাইলের হামলায় গাজা চূর্ণবিচূর্ণ হওয়ায় ইউএনআরডব্লিউএর পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে গত সপ্তাহে ৩৫ জন কর্মী নিহত হয়েছেন। এ সংস্থাটি বর্তমানে প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হয়েছে।

এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে যে হামলা চালিয়েছিল, তা ‘শূন্য থেকে’ হয়নি বলে মন্তব্য করায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর চটেছে ইসরাইল।

দেশটি জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করেছে। এ ছাড়া তার সঙ্গে কোনো বৈঠকে বসবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস বলেন, এ মুহূর্তে এই সংঘাত বন্ধ হওয়া উচিত। গাজা স্ট্রিপে আমরা যা দেখছি, তা থেকে পরিষ্কার যে, সেখানে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না।

সুত্র: আলজাজিরা

এনএ/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ