বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬


মানসিক স্বাস্থ্যের ক্ষতি: মেটার বিরুদ্ধে মামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটা ও এর ইনস্টাগ্রাম ইউনিটের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ৩৩টি অঙ্গরাজ্য। অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের আসক্তিমূলক বৈশিষ্ট্য দিয়ে মেটা তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। 

স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল আদালতে ক্যালিফোর্নিয়া এবং ইলিনয়সহ ৩৩টি রাজ্য মেটার বিরুদ্ধে মামলাটি করে। অভিযোগে বলা হয়,সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর উল্লেখযোগ্য বিপদ সম্পর্কে জনসাধারণকে বারবার বিভ্রান্ত করেছে মেটা। কোম্পানিটি জেনেশুনে অল্পবয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে আসক্তি বাড়াতে চাইছে। 

অভিযোগে আরও বলা হয়, মেটা যুবক ও কিশোরীদের ফাঁদে ফেলার জন্য শক্তিশালী এবং অভূতপূর্ব প্রযুক্তি ব্যবহার করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু-কিশোরদের আসক্ত করার অভিযোগ এনে এর আগে টিকটক, গুগলের ইউটিউবের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করা হয়েছিল। 

এদিকে মামলার বিষয়ে এক বিবৃতিতে মেটার পক্ষ থেকে বলা হয়, তারা তরুণদের জন্য অনলাইন নিরাপদ বানাতে চায়।  

আমেরিকান বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট মেটা হলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মূল সংস্থা৷

সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওয়াল স্ট্রিট জার্নালের যৌথ প্রতিবেদনে বলা হয়, শিশু-কিশোরদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মেটার ইনস্টাগ্রাম।

এনএ/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ