বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬


‘হামাস’ নিঃশেষ করা যাবে না, এটি ফিলিস্তিনিদের হৃদয়ের প্রতিনিধি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।জহিরুল ইসলাম।।

দুই সপ্তাহেরও অধিক সময় ধরে দখলদার ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ। ইসরায়েলের বহুকালের অব্যাহত অত্যাচার থেকে বাঁচতে প্রতিরক্ষামূলক যুদ্ধের সূচনা করে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস।  হামাসের এই প্রতিরোধ অভিযানকে অনেকেই বাঁকা চোখে দেখছে। ভয়াবহ এ  যুদ্ধে প্রাণহারানো ও হতাহতদের দায় ছুঁড়ে দিচ্ছে হামাসের দিকে। তাদের মন্তব্য— হামাস মূলত ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করে না। এবার তাদের এই মতকে অলীক কল্পনা বলে আখ্যা দিয়েছেন এক ইসরায়েলি লেখিকা।  হামাস ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করে না— এমন চিন্তা পরিহার করার আহ্বান জানিয়ে ওই লেখিকা বলেন যে,  এটা তো স্পষ্ট সত্য যে, গাজায় অনুষ্ঠিত নির্বাচনে হামাস বিজয়ী হয়েছিল। শুধু তাই নয়;  তারা পশ্চিম তীরেও বিজয়ী হবে বলে সুনিশ্চিত ধারণা করা হয়।আর এ কারণেই সেখানে কোনো নির্বাচন হয় না। হামাস ফিলিস্তিনিদের আত্মার গভীরে বাস করে।

লেখক আইনাত উইল্ফ ইসরায়েলি সংবাদপত্র ‘মাকোর রিশোন’ এ “আসুন বিভ্রম ভেঙে ফেলি: হামাস সমস্ত ফিলিস্তিনিদের আত্মার প্রতিনিধিত্ব করে”শিরোনামে একটি প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধে তিনি বলেন, যদিও হামাসের মাত্র কয়েক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা রয়েছে। কিন্তু তারা সবাই ফিলিস্তিন স্বাধীন করার মানসে সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ফিলিস্তিন স্বাধীন করার লক্ষ্যে হামাস এবং অন্যান্য দল উপদলের মধ্যে কোনও পার্থক্য নেই। তারা সবাই এক ও অভিন্ন।

লেখিকা মনে করেন যে, "হামাসের পতন" বলে কিছু নেই। আগামীকাল গাজার সমস্ত অস্ত্র এবং সমস্ত টানেল শেষ হয়ে গেলেও,  ভিন্ন নামে আরেকটি নতুন সংগঠন তৈরি হবে। তারা ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষা এবং প্রতিটি নাগরিককে অর্থবিত্তে প্রতিষ্ঠিত ও সুসংগঠিত করতে চেষ্টা চালাবে।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ