ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি হাসপাতালে নৃশংস বোমা হামলায় হতাহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মিশর।
দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি বুধবার এই ঘোষণা দেন।
মিশরের পক্ষ থেকে এক বিবৃতিতে হয়, “প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি গাজার আল-আহলি হাসপাতালে বোমা হামলায় হতাহতের ঘটনায় সারাদেশে তিন দিনের সাধারণ শোক ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। গাজা উপত্যকার ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সূত্র: সিএনএন
এনএ/