মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ।। ১৪ মাঘ ১৪৩১ ।। ২৮ রজব ১৪৪৬


‘গাজায় দখল করতে চাওয়া হবে চরম ভুল সিদ্ধান্ত’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| জহিরুল ইসলাম ||

তুফান আল-আকসা অভিযানের দশম দিন চলছে। এখনও ইস রা য়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় তীব্র বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। ব্যাপকভাবে বেসামরিক লোকদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। এতে শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭০ এ এবং আহতের সংখ্যা ৯,৬০০ এ পৌঁছেছে।

ধ্বংসস্তূপের নিচে  শত শত লোক এখনও নিখোঁজ রয়েছে। হা মা স  ইসরায়েলি ঘাটিতে বোমাবর্ষণ করে ইস রা য়েলি দখলদার বাহিনীকে উপযুক্ত জবাব দিয়েছে। হা মা স ঘোষণা করেছে— যেকোনো  স্থল হামলার  মোকাবেলা করার জন্য তাঁরা পুরোপুরি প্রস্তুত রয়েছে। 

 এদিকে ইস রা য়েল বাহিনী স্থল অভিযানের  প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে গাজা উপত্যকায় অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দশ লাখে গিয়ে পৌঁছেছে। ইস রা য়েল  গাজায় জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে। এহেন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইস রা য়েলের পুনর্বার গাজা উপত্যকা দখল করতে চাওয়া হবে চরম ভুল সিদ্ধান্ত। এর পরিণতি হবে খুবই ভয়াবহ।

সূত্র: আল জাজিরা

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ